মা আমার প্রাণের স্পন্দন
সকল ভালবাসার ছোঁয়া ৷
তার স্পর্ষে জেগে উঠে কবিতার ভাষা
মা তুমি আমার সমুদ্র জলের আশা ৷
তোমার শরীরকে যখন জ্বরের কাপুনীতে দোলাও
চুম্বকের কৃপায় কেউ যেন তখন আমায় কাপায় ৷
মনে হয় আগুনের কুন্ডলীতে আমার শরীর পুড়ে যায়
মা গো, মা আমার সেই সময় তোমার আলিঙ্গনে
মন ফিরে যায় ৷
মা গো মা আমার, যখন দেখি তোমার দেহে থাকে সবলের রেখা
তখন আমার শরীরে অক্সিজেন প্রবাহ বেড়ে পায় পূর্ণ মাত্রা ৷
তোমার হাসিমুখখানা থাকুক আমার অস্তিত্ত্ব জুড়ে
মা তুমি কখনো যেওনা কভু কোনকালে আমায় ছেড়ে ৷