কিভাবে দাঁড়ালে খুশি হবে
কিভাবে অঙ্গকে দোলাবো
যে দোলায় তুমিও দুলবে
শুধুই আমাকে দেখবে
রোদকে উপেক্ষা করবে
বৃষ্টিতে স্নান করবে
আমাবাশ্যায় ঝড় নামাবে
কিভাবে দাঁড়ালে খুশি হবে
গদ্যময় দৃশ্যে পৃথিবীতে
কোন পিপাসা মিটলে
নতুন সংগীত আসবে
বার বার জন্ম নেবে না উপেক্ষা
বার বার জন্ম নিবে না হতাশা
শৃক্ষল নিয়মে জীবন চলবে
উদার পন্থিরা আবার ভিজবে
গঙ্গাজল শরীরে জড়াবে সকলের
তারপর সে জল তুরাগে যাবে
আবার সে দেহে জড়াবে
এক নিঃশ্বাস অপেক্ষা
ঘূর্ণিত নেত্র ভুলে যাবে
বুকের মধ্যে দীর্ঘশ্বাস ব্যথা নিয়ে
রঙ্গিন দিনের চিত্র দেখার জন্য
অঙ্গ দুলে দুলে যায়
স্বপ্নের কোন ক্যানভাসে ৷