আমাকে মেরাে না এভাবে চাঁদের বুড়ি.....
আমার দেহের আগুনের তাপে অঙ্গার হবে তুমি.....
কয়লা শুধুই দেখবে শরীর_এ
তোমার পোশাক কিনবে না কেউ_ই
সত্য এখানে প্রমাণ হলেই তোমার স্থানে
বসবে আমার পুরোটা অধিকার ৷৷
তখন তোমার থাকবে না কিছু বলে....
যেমন-আকাশ, যেমন-বাতাস,
যেমন- পাহাড়, যেমন-বৃক্ষ, নদী ......
আমার পক্ষ_এ ......
নতুন চাঁদের ঘোষণা হবেই ভোটে ....
চির শ্বাশত চির অম্লাণ_এ