কলিজা ছেড়ে ছেড়ে আত্ম চিৎকার করে
কি ফুল কি আঁধার সে শুধু হিসেবেই ধরে ৷

এভাবে বাড়ন্ত ডানার ঝাঁপটার রেল
অভিনব উপায়ে করতালি পাচ্ছে তেল ৷

এখানে বিভিন্ন উপস্থাপনার পালা
কেউ দেখে সবুজ কারো লালে যুক্তি মালা ৷

কোথাও দেখি নাই প্রেম
বিতর্ক ঊর্ধ্বে রম ৷

সুন্দর রচনা গাঁথুনি শিল্পের ছোঁয়া
মন তবু রয়েছে পুরাতন গর্ভে ভরা ৷

খড়ার দিনে তবু তুমি নিজ কক্ষে ঘোর
এ আমার প্রাণের বাঙলা নব সনে ভোর ৷