(১)
একটিবার
আমাকে বল তুমি
ভালবেসেছো ৷

(২)
না হলে শোন
কথাগুলো ধরবে
তুমি হৃদয়ে ৷

(৩)
শূন্যে ভাসবো
গহীন বনে যাবো
কথা রাখলে ৷

(৪)
ভালবাসা কী
স্পন্দনে প্রকাশিত
চোখের দোষে ৷

(৫)
তাহলে দোষী
অপরাধ হয়েছে
এখন এসো ৷

(৬)
আকাশে যাবো
মেঘ ধরবো বলে
বসে রয়েছি ৷

(৭)
হতেও পারি
পাখির মত উড়ে
শেখাতে প্রেম ৷

(৮)
রাগ করলে
করতে পারো তুমি
পাখিরা শুদ্ধ ৷

(৯)
যদি না লাগে
ভালবাসা উপমা
প্রকৃতি প্রাণে ৷

(১০)
চল তাহলে
চৌদ্দ ফেব্রুয়ারিতে
ফুল কিনতে ৷

(১১)
গোলাপ রঙে
রাঙাও ভালবাসায়
আমাকে প্রিয়া ৷

(১২)
সার্থক হবো
জীবন মানে খুঁজে
তোমাকে পেয়ে ৷