(১)
জমে উঠেছে
প্রাণের বইমেলা
ঐ শাহবাগে ৷

(২)
একটি মাসে
জড়ো হয় লেখক
ফেব্রুয়ারিতে ৷

(৩)
বিশ্ব মিলেছে
এ বইমেলা দিয়ে
লিখে কাগজে ৷

(৪)
লক্ষ মানুষ
শুধু বই পাগল
দেখে আনন্দ ৷

(৫)
ছোটরা খুঁজে
মজার সব গল্প
বাবা-মা নিয়ে ৷

(৬)
আড্ডা কবিতা
লেখক অটোগ্রাফ
দুদিকে মিল ৷

(৭)
সব কিছুতে
বাঙলা একাডেমি
উচ্ছ্বাস প্রাণে ৷