মানুষ খেকো বাঘ দেখবো
দেখবে তুমি থাবা বাঘের
শরীরে গেঁথে গেছে,
সোনার দেহ যেন বিলীন
ক্ষয় হতে হতে ভাসছে
লোভী চোখ তাকিয়ে ৷
কাতর মুখ কারো সমাজে
জন্ম থেকে বাঘ ডাকছে
লোম নেই শরীরে,
অদ্ভুদ আকারে ঘুরছে
মাংসাসী দন্ত বাড়ছে
খিদে বেড়ে চলছে ৷
যুগে বড় হচ্ছে পাগুলো
রক্তে নখ চায় রক্ত
তারপর দেহটা,
সিলেবাস শিখায় পশুও
গালে মেখে অন্যের হত্যা
অবাধ বিচরণ ৷