বিড়াল এলে ইঁদুর ছুটে
দেখতে পাই আমি
তাদের খেলা দেখতে গিয়ে
উদাস হলো টামি।
কুকুর টামি ভাবতে থাকে
তাদের মজা কত
যখন ইচ্ছা ঘুড়ে বেড়ায়
সুখের মেলা শত।
বন্দী জীবন আর কত আর
কার বা ভাল লাগে
ইঁদুর সুখে বিড়াল সুখে
তাইতো মন জাগে।
টামি কুকুর বেজায় পাঁজি
আমরা তাকে পালি
কোন কিছুতে সাধ মেটেনা
বায়না শুধু খালি।
কত খাবার তাকে দিলাম
রাত কি দিন নাই
তবুও তার সাধ মেটেনা
স্বাধীন হতে চাই।
এই অবধি সকল কিছু
পূরণ করি আমি
কোন কিছুতে হবেনা তার
এটাই হলো টামি।