বাঙলায় দেখি ছয় ঋতু খেলা-
করছে করবে তারা
আমি বাঙলার বাঙলা আমার-
বাঙলাতে মিশে যারা,
গ্রীষ্ম, বর্ষায় লুটোপুটি খায়-
ঋতু খেলা দেখে পাড়া
অস্থির রোদে মানুষ ব্যস্থ-
যা পায় তা খায় তারা ।
গ্রীষ্মে দেখেছি কাঠালের ধুম-
গাছে গাছে ফল ধরে
বহু ধরনের তরমুজ ফল-
হাটে-ঘাটে দেখি ঘরে,
কৃষকের মনে গ্রীষ্মের দিনে-
কিছু আশা দেখা করে
অর্থ উপার্জন তাদের চাওয়া-
ক্রেতা তারা তাই ধরে ।
স্কুল বন্ধ কলেজ বন্ধ-
বেড়ানোর ধুম পড়ে
চাচা বাড়ি যাব মামা বাড়ি যাব-
এই নিয়ে আশা ঝরে,
গ্রীষ্মের দিনে সব বাড়ি বাড়ি-
নানা ফল থাকে ভরে
তাই মানুষজন সব বাড়ি গিয়ে-
ফল খেতে বসে পড়ে ।
বর্ষাতে বর্ষা অহরহ ঝরে-
সবখানে কাদা পানি
ভোগান্তি কত কয়জনে দেখে-
আমি আর তুমি জানি,
ঘর থেকে পথে রাস্তা ভেঙ্গে-
সমস্যা আমরা আনি
চলতে কষ্ট বাজারে কষ্ট-
চারিদিকে শুধু পানি ।
কারো নেই মাথা আর ব্যথা-
জলাশয়ে মাছ নাই
রাস্তায় মাছ লাফালাফি করে-
কোমর বাধিয়া তাই,
সবাই ধরবে তেলাপিয়া শোল-
তাই মজা করে খাই
কার হল ক্ষতি তার দুরগোতি-
এ সব চিন্তা নাই ।