উপভোগ করি বর্ষা তোমায় নিবিরভাবে।
তুমি বর্ষা আসো
আসো তুমি বর্ষা
গ্রীষ্মকে ঢেলে
পিছে ফেলে দিয়ে ।
আমাদের কল্যাণের পথে
অথবা তুমি তোমাকে দেখ
পরিচয় করে দাও সর্ব
লোকালয় থেকে বহুদূর ।
তুমি বর্ষা চির যত যুগ গেল তুমি আছো ।
তুমি কৃষকের
সদা বন্ধুর
রূপ দর্শনের
আলোর বর্তিকা ।
তুমি পথে-ঘাটে অভিনয়
মানুষের ভিতরে নাটক
অথবা হতাশা ঘেরা নেশা
বয়ে চলে যুগ সিরিয়াল।
তুমি বর্ষা এসে মনে ক্লান্তি দূর কর।
বৃষ্টি যখন
ঝিরিঝিরি পড়ে
শুদ্ধতা মন
উদ্গ্রীব দেহ ।
তুমি বর্ষা মানুষকে রাখো
তোমার দেহের কিছু দিলে
তুমি পবিত্র হতে আবারো
চুম্বকের বেগে অধ্যাংশ ।
বর্ষা দিনে পানি বর্ষার চোখ থেকে নামবে ।
এতে কেউ ধনী
কেউবা গরীব
তাতে যাবে বোধ
হবে দোষারোপ ।
তোমার চালিকা শক্তিতে
তুমি চালাও বেদনা ঢেউ
অনেকে ঝাপিয়ে পড়ে তাতে
তুমি তোমার বোধের বুঝ ।
তাই ভাল লাগা রেখে গেলাম বর্ষাকে আমি ।
"বর্ষার আয়োজন"