আজ বাহিরে বৃষ্টি
কিছুটা কম হলেও
মন্দ ছিল না
যা আমি বুঝেছি।
বর্ষাকাল এলো দেশে
মেঘের গর্জনে সর্ব
দিকে কম্পন
কালো মেঘ এসে।
আজ ভাললাগা নেই ঘরে যে বন্দী
তাই আজ লিখে যাই কাব্যের ফন্দী।
বাংলাদেশে বর্ষায়
জনপদ কাদাময়
শহরে দেখেছি
গ্রামে কম নয়।
বৃষ্টি দিনে ব্যস্থ
কম মানুষ দেখেছি
খিচুরী ভুনা স্বাদ
বাঙলা ঘরে ন্যস্থ।
বাল্যকালে বর্ষাকাল এভাবে ভাবিনি
বড় হয়ে কাব্যে এলো বর্ষার কাহিনী ।
বর্ষা কারো আর্শিবাদ
আবার কারো বিনাশ
হয়ে দেখা দেয়
নয় অপবাদ।
বৃষ্টিতে ভেসে যায়
কতজনের পুকুর
এতে শিং, কই
অন্যলোকে খায়।
বর্ষার রূপ যেমন পুলকিত করে
এভাবে কারো কান্না হাতরিয়ে মরে।
বর্ষা তবু আসে ফিরে
বাঙলার মাঠে মাঠে
ঋতুর এ দাবী
চিরদিন রবে।
কিছুটা বেদনা দিয়ে
যদি কারো সুখ হয়
হোক তবে বর্ষা
এ বিশ্ব নিয়ে ।
তাই বর্ষা দিনে বলি সাবধানে চলি
বর্ষাকে জানাই কাব্যে কম করো ক্ষতি ।
"বর্ষার আয়োজন"