আমি দেখতে চাই
এর শেষ কোথায়
জানবে তুমি প্রিয় ।
আমি চাই তোমাকে
ভালবাসা বুঝ কি
মনে কর আমাকে ।
কিভাবে থাকো তুমি
আমাকে রেখে একা
দীর্ঘশ্বাস ফেলেছি ।
"ভাবো তুমি সুন্দরী
কি দয়া তাকে করি
অনর্থক ভেবোনা "।
ব্যর্থতায় ঢেকো না
মিছে আশা দিওনা
আগেই যা দিয়েছো ।
তুমি দেখ সুখকে
দুঃখ নিয়ে এ-পাশে
জ্বালাবো যে তোমাকে ।
৩ চরণ বিশিষ্ট একটি রূপক কবিতা । প্রতি চরণে অক্ষর বিণ্যাস-৭ । চরণ বিণ্যাস-৩ । মোট চরণ সংখ্যা-৩+৩+৩+৩+৩+৩=১৮ ।