বাংলা তা প্রত্যয় শব্দগুলোতে আমরা প্রায়ই ভুল করে বসি। এটি অধ্যাবসায়ের মাধ্যমে কাটিয়ে উঠা সম্ভব । আজ কিছু নমুনা পেশ করলাম । যেমন-

আমরা উপকারী লিখি । কিন্তু এর সাথে তা প্রত্যয় সংযুক্ত হলে 'রী' ' ি' তে পরিনত হয় । নমুনা-
উপকারিতা । কিন্তু প্রায়ই আমি দেখে থাকি অনেকে উপকারিতা না লিখে উপকারীতা লিখে । যা ভুল ।
এভাবে প্রত‌্যেকটি তা প্রত্যয় যুক্ত শব্দ ি কার হবে ।

১। উপকারী+তা = উপকারিতা
২। দূরদর্শী+ তা = দূরদর্শিতা
৩। পারদর্শী + তা = পারদর্শিতা
৪। বিলাসী + তা = বিলাসিতা
৫। সত্যবাদী + তা = সত্যবাদিতা
ইত্যাদি ।
............................