আজ দাবানল, গ্রেনেড পৈশাচিকতা ভয়
উন্মাদ হয়ে, আসে কালো হাত মৃত্যু ক্ষয়
বিদ্যুতের বেগে, মানবতা লুণ্ঠিত হয়
রাজনীতিবিদ, মন্ত্রী আর ক্ষমতা জয় ।
দেখি পৈশাচিকতার জয়
মর্মে মর্মে টেনে আনি ক্ষয় ।
"চারিদিক আজ, সাগর-রুনির উন্মত্ততা
কি দোষে তাদের, হত্যাযজ্ঞ লুপ্ত মনতা"
অবুঝ শিশুটি, নির্বাক কে বাড়াবে হৃদ্যতা
দেশে যেন আজ, সভ্যতা মুছার সফলতা ।
দেখি পৈশাচিকতার জয়
মর্মে মর্মে টেনে আনি ক্ষয় ।
যে রাষ্ট্রে নাই, নিজ স্বাধীন মতামত
চারিদিক ভয়, বিজ্ঞ আইন হতাহত
সাগর-রুনির, লাশের গন্ধ বায়ুনত
খুনি রাজাকার, দেশদ্রোহী দেশে আছে শত ।
দেখি পৈশাচিকতার জয়
মর্মে মর্মে টেনে আনি ক্ষয় ।
গরীব কিশোরী, রুমি, বেবী কিংবা লাবনী
অর্থের অভাব, দুমুঠো ডাল-ভাত জুেটনী
পরিবারজন, কত আশা তাদের যখনি
বাচ্চুর থাবা, স্বপ্নের মৃত্যু তখনি ।
দেখি পৈশাচিকতার জয়
মর্মে মর্মে টেনে আনি ক্ষয় ।
চলবে...........