ছন্দ আছে ভাব নাই
          এ কবিতার মূল্য নাই ।

মূল্য যদি খুঁজি
মূল্য যদি বুঝি,

          কবিতা পাবে নতুন রূপ
          ভাষার আহ্বানে সরূপ ।

যখন খুঁজি ভাষা-লিখা
          তখন হবে মূল কথা ।

যদি আমি কবি
মনে আঁকি ছবি,

          আমরা দেখি তাদের রূপ
          ভাষার আহ্বানে সরূপ ।

ভাসবো আমি ক্ষেতে মাঠে
         বয়স হলে আর ষাঠে ।

এ কথার মূল্য
শুধু শুধু শূন্য,

          কবিতা নয় কোন কুরূপ
          ভাষার আহ্বানে সরূপ ।