যে পাখি কথা বলে হাওয়া হয়ে যায়
সেখানে সমাজ পাখিরা নিজেদের মুখ লুকায়
যে পাখি খাঁচা কিনে খাঁচার ভিতরে আনন্দ চায়
তাকে দেখে সমুদ্র পাখিরা নিজেদের শরীর নাচায় |
যে পাখি বিদ্রোহ করে নরম বালিশে ঘুমায়
সে তুলোতে পিঁপড়া স্থায়ী বিস্কুট এনে খায় ।
যে পাখিরা
সাদা মেঘ দেখে গাছের আশ্রয় চায়
সেখানে অজান্তে ভূমিকম্প ঘটে যায়
সেখানে পাখিরা ধ্বংস স্তুপের মধ্যে থেকে
তাদের বাবা মায়ের কঙ্কাল খুঁজে পায় ।