মানব হোক একটি আধুনিক লাভা
মানবতার সাইক্লোন ছড়িয়ে পড়ুক চারিদিক
নতুন নতুন হোক সভা |

সেই সভায় মানবতার হাতুরি আসুক
আসুক বিপাশা
আদম আলী আসতে পারে নতুন জলে গোসল করে

সভা চলুক অবাধ্য সভ্যতাকে পিছনে ফেলে |