স্রষ্টাকে খোঁজ, পেয়ে যাবে বোধয়
স্রষ্টা থাকে প্রাণি ও পানির মাঝে
আগ্রহ বিশ্বাস মিল বন্ধন প্রণয় ।
বিশ্বাস ঢেকে যাবে অন্ধকারে
সুন্দর যদি না দেখো তারে
বিদ্যুত ও আলো রয়ে যাবে রহস্য আকারে ।
রহস্য থাকবে আর গাছপালা যতো
বিজ্ঞান কেন জানি হয় অন্য মনোস্ক ?
বিজ্ঞান বুঝে না আলো আঁধারের ধার
সূর্য দিক গ্রহ চলে সময়ের অধিকার ।
নিয়মকে বেধে যখন স্কুল কলেজ খুলে
তখন গালি দেয়া যায় না হেড মাস্টারকে ।
নিয়মে চলে যায় নিয়ম অধীনস্থ এ প্রক্রিয়া
খুঁজে দেখা হয় না কে বানালো নিয়ম ক্রিয়া ।
ভুলের ভিতরে ভুল যায় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে
কথার মাঝে রয়ে যায়, না বলা কথা অভিনয়ে ।
নিয়ম প্রক্রিয়া সূত্র ছাড়া অংক মিলে না
কে বানালো অংক সূত্র তাকে খুঁজি না ?
দেহের ভিতরে নিয়ম চলে প্রতি-নিয়ত
দেহ কার্য হলে শ্রাদ্ধ ভুলে যাই নিয়মেরে
এখানেও নিয়ম কর্তাকে ভুলে যাই ক্রমাগত ।
ভুলে ভরা জীবন নিয়ে দেখি না নিয়মকারীকে
এখন খোঁজা দরকার কারা বানালো শৃঙ্খলাকে ।
রচনাকাল- ১৭-০৫-২০২০