মুসলমান হয়ে যদি ভাবো তুমি ফরেজগার
তবে মনে রেখো সমস্ত তোমার ভুল অঙ্গীকার ।
নিজেকে বাঁচাও
অন্যেরে বাঁচাও
মনকে বাঁচাও
তাহলে তুমি পেয়ে যাবে তোমার নিজ অধিকার ।
অন্যের সম্পদ নষ্ট করে হারাম খেয়ে বেঁচে থাকবে কতকাল
ভেবে দেখো রাত্রি শেষে সূর্য নাও দেখতে পারো আগামীকাল ।
যা নিয়েছো
যা লুটেছো
যা গড়েছো
তা সব কিছু দিয়ে দাও যদি পেতে যাও একটি সুন্দর সকাল ।
দিনের পথে প্রতিদিন চলে যাবে তুমি প্রমাণিত করো তুমি মুসলমান
না হলে তুমি ইতিহাসে পাবে লান্ছনা আর তীব্র অপমান ।
সত্তাকে পাবে না
রহম পাবে না
সত্য চিরকাল
যদি কিছু পেতে চাও তবে তাহলে নিজে বক হও হয়তো পাবে রহমান ।