পড়াশোনা দিয়ে কি আর কবিতা হয়
কবিতা মৌলিক সত্তার যৌগিক স্থান
কবিতা স্রষ্টার রূপক সম্ভার
কবিতা আঁধারের আলোর সন্ধান
কবিতা বোধ এবং তার ভিতরে ঢোকার অক্লান্ত পরিশ্রম
কবিতার নেই কোন অভিমান
আছে কিছু স্বাধীন মন, জীবন সারাংশ অভিযান ।
যে বুঝে সে কবি হয় তারা বাবুর রেল লাইনে বসে
যে বুঝে না সে নর্তকীর দোষ খোঁজে
যদিও নর্তকী একটি শিল্প গর্ব সূর্য তাপ
ভিতরে বাজে প্রণয় মানব কর্ম নিজ সত্তা কিছু অশ্রুজল
কবিরা চিরকাল একা থাকে নর্তকীর বাস্তব চিত্র এবং বাস্তব চিত্রকল্প ভালবাসায় ।
তারিখ -- ২৮/১১/২০২০