ঝাপসা চোখ সামনে অন্ধকার-আলো
যেতে আর কত দেরি সৌভাগ্য ও ভালো ?
সামনে প্রেম, অদেখা তবু কেমন ভবিষ্যত
ফিরে আসবে কী আর সুন্দর কোন রহমত ?
পথ, কোনকালে তুমি মিশে যেও না, কোন নদী ?
দীর্ঘ আকাশ দেখার এখনও অনেক বাকী ।
চলে যায় সময়ের স্রোত নিস্তেজ আজ শরীর
ভাল হতে বসে থাকা দেখে মুখ স্রষ্টা ধরনীর ।
মানুষকে দিতে না পারা স্বপ্ন অনেক দীর্ঘতর
বিপাসা চায় সুস্থ জীবন বুঝি তার কন্ঠস্বর ।
এই স্বর্ণ ভূবনে মানুষের প্রেম, প্রিয়ার হাসি
স্রষ্টাকে বলি এক কাপ চা দেন, সুস্থ হয়ে আসি ।