এখানে ঠান্ডায় জড়াতে প্রেমের পোশাক দেহে
কত আয়োজন, যদিও দেহ চায় নি তা মোহে |
দেহ চেয়েছিল এখানে একটি বুনোহাঁস |
দেহ হবে বরফের শীতল প্রকাশ |
একটি বার দুটিবার বারবার
পোশাক হবে না দেহের অবতার |
দেহ হবে কোন এক সাইপ্রাস |
দেশে দেশে দেহ করবে না দেহের উপহাস |