চশমা খুলে চোখকে বলি
এটা কিসের আকার
যা দেখেনি নাস্তিক
কিংবা তার অবতার
এ-তো সত্য একটি কথার সত্য নির্মান
যা দেখো নি তুমি কবি
যা দেখেনি কোন বিজ্ঞান
অস্বীকারের মনোবিজ্ঞান
এ অসম শরীর আকার
কিভাবে বলি নিজেরা জ্ঞানী
আমাদের চোখ ছোট বালুকনা
বিন্দুর ধাক্কা
আমাদের বসবাস চিরকাল না দেখায় অন্ধকার |