এই যুগ আমি চাই না
যে যুগে মানুষ মানুষকে পায় না
পাথরের বুকে দীর্ঘক্ষণ পুড়ে মন হয় কয়লা
সেই যুগ আমি চাই না ।
এই যুগ আমি চাই না
যে যুগে অর্থবহ শব্দাবলী কেউ মনে নেয় না
সমুদ্রে নীল তিমির ডাক কেউ শুনতে পায় না
সেই যুগ আমি চাই না ।
এই যুগ আমি চাই না
যে যুগে নর্তকীর নূপুরের শব্দ শুনতে পাই না
সত্য সুন্দর কথা কেউ শুনতে চায় না
সেই যুগ আমি চাই না ।
এই যুগ আমি চাই না
যে যুগে পৃথিবীর বালক বালিকা এক হতে চায় না
আঁধারে মুখ ঢেকে সারাদিন তাদের কান্না
সেই যুগ আমি চাই না ।
এই যুগ আমি চাই না
কবিতার বইয়ে কেউ বন্ধু খুঁজে পায় না
সারাদিন উদ্দাম নেচে হয় হায়না
সেই যুগ আমি চাই না ।
আমি সেই যুগ চাই
প্রতিদিন ভোর হবে রাত হবে না
প্রতিদিন মানুষ হবে, নারী কিংবা পুরুষ হবে না ।
আমি সেই যুগ চাই
ভালবাসার অন্তমিল থাকবে যতি ছেদ হবে না
ভালবাসার মন থাকবে ভালবাসার মনি হবে না ।
আমি সেই যুগ চাই
যুগে সন্তান, যুগ সন্তান হবে নিরাকার হবে না
প্রতিটা শব্দ শুদ্ধ হবে অশুদ্ধ হবে না ।