তোমার কবিতা তো তুমি নিজে !
আমান উল্লাহ আমান তুমি বুঝতে পেরেছো সহজে ।
তোমার শিল্পি সত্তা জাগে আবেগ আর অভিলাষে ।
তোমার নিত্যদিন শুরু হয় একটি মাইল ফলক পেতে
যেখানে বসে আছে বিস্কুট মুখে নিয়ে পাখিরা তোমায় দিতে ।
তোমার বুকে তোমার অনুগামী দল প্রতিদিন চলাচল করে
তুমি রাতের মধ্যে থেকেও দিনে বিদ্যমান থাকো সুখে
তোমার ধারাপাত বুঝতে পেরেছি এই অধম কবি ভালবেসে ।
তোমার শূন্যেস্থান পূরণ করতে তুমি জেগেছো প্রতি রাতে
তোমার বালিশ সাক্ষী হয়ে রয়েছে বাস্তব এই পৃথিবীতে
সেই বালিশ তোমার শরীরে প্রবেশ করেছে চিত্রকল্পে
তুমি একটি হারিকেন হয়ে জ্বালাও তোমার মনকে
তোমার কথা বুঝি আরি বুঝি তুমি ভালবাসো মানুষকে ।