তুমি কতো পরিবর্তন হয়েছো আরমান
তোমার অধিকারে তুমি যখন উচ্চতায় ছিলে
তখন আমার একটি কবিতায় তুমি হাত বুলালে
আর বললে - এ কী করে সম্ভব
কবিতায় শুধুই লিখলে মোহাম্মদ
এ কেমন শিষ্টাচার নৈতিক অবক্ষয়, তুমি বললে |
তারপর কবিতার ভূবনে একটি দল নির্মান করলে
আর বললে- রাসূল তো পয়গম্বর সাল্লালাহি ওয়ালাহি ওয়াস সাল্লাম
কবি, কবিতায় তুমি রাখোনি তো রাসূলের মান
এ কথাগুলো বলে থামলে,
তারপর তুমি ধর্মান্ধ হলে কিছুদিনের জন্য |
একটি শব্দ যদি কারো মান নির্ণয় করে
তাহলে ওযু করে চা খাওয়া ভাল
চায়ের মর্যাদায় আর শব্দে চা কফি হয়ে যাবে |
শব্দের অর্থ দিয়ে কী হয় বলো !
যদি কেউ তার আদর্শ ভুলে শুধুই নাম নিয়ে থাকে |
যখন তুমি তোমার দেহের গভীরের মনকে চিনতে পারলে
তখন ফুলকে ফুল বলা শুরু করলে, আর ভুলকে ভুল,
একটি অন্ধকারের প্রসব বেদনা থেকে বেরিয়ে এলে সাদা চাদরে প্রসবের ইচ্ছায় |
আরমান, ভালবাসা অন্ধ কুটিরের এক উল্টোরথ
এখানে ভালবাসায় রং মাখে কেউ কেউ
কেউ কেউ রং খুঁজেফিরে অর্থহীন
তুমি রং এর প্রথম মাত্রায় এসেছো কেবল
তাই তোমাকে জানাই স্বাগতম
গভীর ভালবাসার নতুন ভূবনে |
উৎসর্গ: কবি বন্ধু আরমান আযাদ