বাস্তব বুঝতে বুঝতে অবাস্তব ধরা দেয়
অবাস্তব বুঝতে বুঝতে বাস্তব ধরা দেয় ।
ঘুম আসতে আসতে নিদ্রাহীন ধরা দেয়
নিদ্রাহীন আসতে আসতে ঘুম ধরা দেয় ।
স্বপ্ন বলতে বলতে দু:স্বপ্ন-আধার ধরা দেয়
দু:স্বপ্ন-আধার বলতে বলতে স্বপ্ন ধরা দেয় ।
আশা ভাসতে ভাসতে অন্ধকার রূপ নেয়
অন্ধকার ভাসতে ভাসতে আশা রূপ নেয় ।
বিচিত্র চিন্তা উল্টা পাল্টা হাত বদল হয়
তবু ‘বিচিত্র’ শব্দ মনে প্রতিফলিত হয় ।