কিছু বেয়াদব টাকা দেখে
আর ভাবে এটা তার মনুষ্যত্ব
সিগারেটের ধোঁয়ার মাঝে খুঁজে পায় আমসত্ত্ব
হায়রে মানুষ ছিলি তুই কীট
এখন ভাবোস সব তোদের, দাসত্ব আর ভীত |
কয়দিন আগে দেখলাম তোদের প্যান্টের জিপার খোলা
এখন তোরা নর্তকীর দালাল, তাইতো তোরা ময়লা,
আবর্জনার ঝোলা |
তোদের দেখে ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম মাঠে
আমার দেখা কী আসে যায়, তোরাইতো আবালের দল
তাইতো প্রতিদিন ভেঙ্গে পড়ে ফ্যানের লোহার দল
আমাদেরই খাটে |