আপনি এগুলো দিবেন না
যখন আসসালামু আলাইকুম বললাম
এক ভদ্রলোক বলল- এসব আপনি দিবেন না
যখন ভালবাসার আগ্রহ প্রকাশ করলাম
নৈতিক মূল্যেবোধ সকলের মাঝে দিতে চাইলাম
শিশুদের মন সুন্দর করার ভাল বিষয়গুলো প্রকাশ করার চেষ্টা করলাম
তখন তিনি বললেন- এগুলো আপনি কোথাও লিখবেন না !
এরপর- একটি ঘটনা মনে পড়লো-
এক লোক যন্ত্র সাইকেল নিয়ে যখন একটি হোটেলে থামলো
তখন তিনজন শিশু, যাদের চুলগুলো রেড ইন্ডিয়ানদের মতো
যারা লোকটির দিকে তাকিয়ে ছিল
যন্ত্র সাইকেল থেকে নেমে লোকটি হোটেলে ঠুকলো
যখনি খাওয়ার বাসনা প্রকাশ করলো
তখন তার দৃষ্টি রেড ইন্ডিয়ানদের দিকে পড়লো
এবং হোটেলে এনে বসালো
যখন তাদের এলোমেলাে চুলগুলো খাবারের স্পর্ষ পেল তখন তাদের রূপ বাঙালির আকার ধারন করলো
লোকটিকে যখন বিলের কাগজ দেয়া হলো
সেখানে অদ্ভুত একটি বাক্য দেখে তার
চোখ হেসে উঠলো
লেখাটি ছিল- 'সকল কিছু ফ্রি' ৷
এখানে দুটি হৃদয় মানুষের সন্ধান যখন পেল
তখন অনেকে বলে এগুলো লেখা কাউকে দিবেন না
এসব কথা কখনও লিখবেন না !