আমি আর মাথা ঘামাবো না
আমি আর জলের তরঙ্গ দেখবো না
খাদিজা, তনুর রক্ত আকাশ দেখবো না
অযথা প্যাচার মত ভিত্তিহীন নৈশ ডাক
আর শুনবো না ৷
এমন কী ক্যামেরার লেন্সকে কখনও প্রশ্ন করবো না তুমি কার ?
আর এটাও প্রশ্ন করবো না তুমি লজ্জিত হয়েছিলে কিনা অদৃশ্য স্থীর দৃশ্য পটে ৷
কারন আমি আর মাথা ঘামাবো না ৷
কোন দৃশ্যপট নিয়ে বলবো ? পথের জল কনা কিংবা সমুদ্রের গর্জনকে
যা ইতিমধ্যে সিডরের পূর্বাভাস জেনে নিজেকে লুকিয়ে রাখে
লুকিয়ে রাখে বিশ্বজিতের রক্ত মাখা কাপড় উড়ন্ত কোন সিন্দুকে
যা ইতিমধ্যে শুকিয়ে রপ্তানিযোগ্য কাপড় হিসেবে বিবেচিত
যার বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার ঊর্ধ্বে বিচরণ করছে
তাই এটা নিয়েও মাথা ঘামাবো না ৷
মাথা ঘামাবো না সাগর-রুনির পঁচা শরীরের গন্ধ যখন একটি ডিনামাইটের তথ্য দিতে ব্যাকুল হয়, কিন্তু তার দৃশ্য যখন বাতাসে পরিবর্তিত হয়ে সুগন্ধ লাভ করে প্রতিটি ফ্রেমে ফ্রেমে নতুন আবিষ্কার উত্থাপিত হয়
এবং অবশেষে গন্ধ মিলিয়ে যায় ৷
তখন ভাবি আমি আর মাথা ঘামাবো না ৷
যে শিশুটি খাবার পায় না
রূটির বাজার মূল্য কত তাও জানে না
ঠিক তাকেই রূটির মূল্য শোধ করা হয়
দেহের তাওয়ায় রূটি বানিয়ে ৷
এভাবেই অন্য প্রান্তে আরেক ছেলে
গাছের নির্মল সৌন্দর্যে নির্মম গাছে রূপান্তরিত হয়ে শূন্য স্থানে ফিরে যায়, অনেকটা অভিমান করে ৷
দৃশ্যপট চলতে থাকে
মৃত কিছু কংকাল এ নিয়ে উৎসাহিত চিরকাল, দুর্গম পাহাড় যতোই কাছে টানুক
তবুও তারা বেঁচে থাকে নিয়ে বুদ্ধিহীন জঞ্জাল ৷
তাই আমি আর মাথা ঘামাবো না লজ্জায় ৷