আমি কবি
একটি বিন্দুর স্পর্ষে নিজেকে কলম ভাবি
একটি কাগজে নিজের স্পর্ষে শুদ্ধ সাজি
এক বুক আশা নিয়ে গাছ দেশ অধিবাসী
একটি স্বাধীন অক্ষর নিয়ে নিত্য রাত জাগি
আমি কবিতার শুদ্ধ দাঁত পেতে পেস্ট খুঁজি
সত্য চিরকাল সত্য সাহসের হিসেবে বসি
কলম কালির ভালবাসা যদি হয় মিথ্যা নদী
আমি সমুদ্রের ফেনা এনে মুছি সেই কালি ।
আমি কবি
‘ কালো অন্ধকার থেকে আলো হতে ভাবাই
মরা লাশের গন্ধ থেকে মুক্ত হতে জানাই-
চিরকাল না মরে একবার দূরে গিয়ে মরো
একটি শুদ্ধ মৃত্যু স্পর্ষ করো মাথা-দেহ ধরো’ ।
আমি কবি
একটি পাহাড় ভেঙ্গে ঐতিহাসিক সমাজ ধরি
উত্তাল বাতাস ঝড় ভেঙ্গে সুশীল সমাজ গড়ি
একটি পাখিকে সদা খাবার দিতে চাই সর্বপরি
পাখিদের বাসায় ওম দিতে নিজ দেহ ছোট করি
আকাশ সূর্য পৃথিবী হাতের তালুতে বন্দি করি ।
আমি কবি
বিপাসা আদম আলীর চোখে একটি নক্ষত্র খুঁজি
একটি ভালবাসার হাত শিশু ইশ্বর হতে বলি
একটি পিপাসার্ত জীবের মুখে মানুষ জল ধরি
একটি জীব জল স্পর্ষে মানুষ হতে বাসনা করি ।
আমি কবি
সমুদ্রের স্পর্ষে জেগে উঠবে প্রাণ একটি কাকের ।
আমি কবি
ঘুমন্ত মানুষকে গান শোনাবো অবিরত ।
সোনালী ভোর আর থাকবে না থাকবে সবুজ ভোর যথাযথ ।
আমি কবি
চিরকাল চেয়ে থাকবো কলম ও কালি এক হোক জীবিত হোক মানুষতন্ত্র ।