চলো, যৌথউনুনে উত্তপ্ত হই।
অতঃপর ডুবো তেলে খুন্তি নাড়া খেলি--
রান্না-বাটি খেলার দিনগুলোর ছলে।
কখনো বগল-কাটা গেঞ্জি, কখনো আদুল গায়ে
চলো, নিজেদের সাজাই--
জ্বালানি সংকটের আগেই।
সংসারকে তো আর দেউলিয়া বানানো যায় না;
সব উদোম হবার আগেই--
এসো, পূর্ণিমার জোয়ারে সব খুলে ফেলি।
নইলে যে গোতাবায়ার দল--
নিজেই সব খুলে খাবে।
শেষ আরতির সময়টুকু কি আর পাবে?