মানুষ তো নস্, হস্ কি মানুষ? দেখলেই ভাবি হুর,
হরহর করে রাত-দুপুরেই, বমি ঝরে ধুরপুর।
সাধ্ দেখে তোর, বাধ্ সাধে তাই, বস্তা মোড়ানো দেশটা,
আসমানি জ্বরে টেনে বিভাজন, খুন করে তোর বেশটা!
মিথ্যা বুলির ঐ কেতাব সুতো, তোর ভয়ে যায় ছিঁড়ে!
নিচ্ করে মানুষ কারে করে বড়, অসংযমীর ভিড়ে?


উৎসর্গ: মা হ সা আ মি নি, প্রিয় বোন আমার

১৯ সেপ্টেম্বর ২০২২||সোমবার
লাভলেইন||চট্টগ্রাম