আয় ছুটে আয় আয়রে সকল মজুর, মুটে ও কুলি,
সিআরবিতে মানবপ্রাচীর গড়তেই হবে তুলি।
রুখতেই হবে ইট-পাথরের ধান্ধাবাজীর স্থাপনা,
যেমনটা আছে তেমনি রবে সিআরবির ঠিকানা।
আয় ছুটে আয় আয়রে সকল ছাত্র, শ্রমিক, জনতা,
দেখাও আজিকে চাটগাঁবাসীর সুনিবিড় একতা।
ফুরালে সময় আর রবে না চাটগাঁর ইতিহাস,
এখনই সময় প্রতিরোধের তুলে নে হাতে বাঁশ।
আয় ছুটে আয় আয়রে সকল বুদ্ধিজীবির দল,
রুখে দাও আজ সব অন্যায় ফড়িয়াবাজীর ছল।
রক্তে আমাদের বহমান আজো মুক্তিযুদ্ধের খুন,
আমরাই পারি করতে হারাম শোষকের সব ঘুম।
আয় ছুটে আয় আয়রে সকল নানান দলের ফুল,
রক্ষা করি নিসর্গ আমার ভুলে যেয়ে জাত কুল।
এক হয়ে সব করি শপথ বাঁচাতে পাহাড়-বন,
বাঁচাতে হবে নদী-জলাভূমি বাঁচাতে আপনজন।
আয় ছুটে আয় আয়রে সকল নানান পেশার লোক,
ভেঙে দাও আজ সোনার বাংলায় স্বার্থবাদের ঝোঁক।
মুক্তিযুদ্ধের মূল চেতনায় গড়তেই হবে দেশ,
মানি নাকো কোন পুঁজিবাদ তোষণ গড়তে বাংলাদেশ।
আয় ছুটে আয় আয়রে সকল ইতিহাসের নায়ক,
দেখে যাও আজ লুটেপাটে মিলে কে বুনে দেশটা নরক।
কার স্বার্থে দিলে গো জীবন কী ছিল তখন সাধনা,
কোথায় আজিকে সাম্যতা-ন্যায় কে লুটে সবার বাসনা।
শহিদের দোহাই দেশের দোহাই শোন মানুষের কথা,
বাঁচলে মানুষ বাঁচবে স্বদেশ দিয়ো না মানুষে ব্যথা।
সবাই মিলে রুখতে হবে যত বৈষম্যের পাহাড়,
ছুঁড়ে ফেল সব ভোগ-দখল মন বাঁচাও প্রকৃতি আমার।
©চৌধুরী বাবলা
অপরাহ্ন ৪.৪৩টা - ৬.১২টা
২২ ডিসেম্বর ২০২১|বুধবার
সাতই পৌষ ১৪২৮
লাভলেইন|চট্টগ্রাম