তোরা নব্য জমিদার?
তোদেরই রক্তে চুবিয়ে পাতা--
বানাব 'চা', আজকার।

সেই দিন হয়েছে গত--
এখন হিসাব নেবার পালা,
জেগেছে আজ মজুরশাহি
শোন্ পুঁজিশাহি সব শালা।

নই আজ মোরা দাস তোদের
সবাই সমানে সমান,
যেইখানে যায়, শোষক তোরা--
করে যাস অসম্মান।

দিবি তোরা দে'-- 'ন্যায্য মজুর';
নইলে, ছাড়বি-- আমার জাগা,
আমি, আমরাই মালিক ভূমির
আছে-- খতিয়ানে সব দাগা।

২৪ আগস্ট ২০২২||বুধবার
বাতিঘর||চট্টগ্রাম