তমসাচ্ছন্ন অক্ষরপত্র, আজন্ম যোনির প্রতিযোগী,
সরু নদীর পিছল কাদায়, জন্মেও হয় ভণ্ড-ভোগী!
লিজেন্ড তবে মানছে সবে, কেতাব ভুলে তোমায় নারী,
মানছে বলে, তাই দিলো কী, তোমার নামে সমনজারি?
না ভুলে না পদ্মা নদী, তোমায় নিয়েই থাকতে রাজি,
সব দিয়েছে একাত্তরেই, স্বাধীনভাবে বাঁচতে আজি।
রিক্ততা তাই ভর করেছে, বাংলা মায়ের আঁচল জুড়ে,
নইলে কেন বাদল ঝরে, রইলে বলে অনেক দূরে?
২৫ আগস্ট ২০২২||বৃহস্পতিবার
লাভলেইন||চট্টগ্রাম