তিন-একে জয় আনল কারা
দেখ্ রে তোরা দেখ্,
লাল-সবুজের দামাল মেয়ে
সব্বার মাঝে এক।
টুঙ্গিপাড়ার পিতার মেয়ে
সুন্দরবনের বাঘ,
ভয় করে না কোনো শালার
রক্তচোখের হাঁক্।
প্রাণ দিয়েছে মান দিয়েছে
একাত্তরে সবে,
বাছ-বিচারি পারবে রুখে
নারী-পুরুষ তবে?
রক্তে যাদের জয়ের নেশা
করে না পরোয়া,
তসলিমার বোন সানজিদারা
হয় না ঘরোয়া।
রোকেয়া তাদের পূর্বসূরি
প্রীতিলতায় সাহস,
কৃষ্ণা-স্বপ্নায় স্বপ্ন দেখে
মুক্তমনের সারস।
বন্দী করার ফন্দি আঁটে
যেই পাকি'রা আজ,
দেখুক্ তারা বঙ্গকন্যার
সফলতার তাজ।
নগ্ন পায়ে হাঁটবে ঘাসে
হাসবে মাঠে-ঘাটে,
কাটবে সাঁতার অবাধ দুপুর
নাচবে-গাবে বাটে।
হিংসে যারা, জ্বলুক তারা
এগিয়ে যাবেই বোন,
স্বাধীন দেশের মাথার ওপর
আছে মুজিবুর দ্রোণ।
উৎসর্গ: সাফ গেমস জয়ী বঙ্গবাঘিনীদের
১৯ সেপ্টেম্বর ২০২২||সোমবার
লাভলেইন||চট্টগ্রাম