মেঘেদের খেলা শেষে, আবার হলো রৌদ্র স্নান।
বুনো হাঁসের জলকেলী আর বৃষ্টির তৃপ্ত ফোটায়
তৃষ্ণারা চলে গেছে বহুদুর,
যাবে আরো, যতদুর গেলে আড়াল হওয়া যায় নয়নের নয়ন।
পথের ধাঁধায়, পাতার ফাঁকে যদি কখনো হারিয়ে ফেলা হয় ছায়াটা
যদি বৃষ্টিতে ভরে যায় মনের আনাচে কানাচ
যদি শ্রাবনের সন্ধ্যায় সলতেয় দেয়া শেষ তেলটুকু ফুরিয়ে যায়
যদি অর্ফিয়াসের বাঁশি আর না বাজে তবে
একদিন খোলস ফেটে শিমুল তুলোর মত ভেসে এসো।
একদিন ডেকে নিও
ভোরের কাক হয়ে এসে সমস্ত আবর্জনা নিংড়ে নিয়ে যাব।