দুটো সময় দিয়ে তোমাকে গুনন করলাম।একটা সময় তোমার আর একটা আমার।
গুনন করে পেলাম তুমি আর আমি।
আবার ভাগ করলাম তোমার সময় আর আমার সময়। আমরা আবারও একই।
তুমি আর আমি।
এবার তোমার আমার সময় দিয়ে তোমাকে যোগ করলাম। একটু অবাক হলাম বৈকি ।
যোগ করে পেলাম তুমি আমি আর একজন আগন্তুক।
সবশেষে আমাদের সময় দিয়ে তোমাকে বিয়োগ দিলাম। তবে এবার অবাক হওয়ার মত কিছু হয়নি। আমি দেখলাম আমি সেই গুননের আগের সংখ্যাটাই । বিয়োগেও একই। আমি ঠিক একইরকম স্থির সাদৃশ্য।
শুধু তুমি আর আগন্তুক হাওয়া।