ঘুম ভেঙে গেছে
আবার ঘুমোতে যাচ্ছি।
শতাব্দীর শেষ গানটা শুনে চোখ বন্ধ করলাম
কিছুক্ষণ - আরো কিছুক্ষণ
অকস্মাৎ শুন্য-শুন্যর ভিতর একটা ছায়া; ছায়ার পিছু পিছু অনন্তকাল ধরে ঘুরছি।
রেখে যাওয়া পথ মুছে গেছে
ছায়াটাও শুন্যে মিলিয়ে গেছে তবে
এখনো ফুরিয়ে যাইনি শরীরের গন্ধ।
কুকুরটা তার মনিবকে ভুলেনি
ভুলেনি তার শরীর বুলিয়ে দেয়ার স্মৃতি।