নিজের ঘরে ক্রীতদাসের জীবন নিয়ে বেঁচে থাকা
কিংবা পথের ধারে একটা অনাহারী মুখ
যেন এখুনি দুটো গ্রেনেড গিলে খাবে।
দেখেছে তারা বলেছে তারা
ক্ষুধার্তরা আজন্ম পাপী।

প্রেমিকার জন্য কেনা জবা ফুলে বারুদের গন্ধ
সাদা শার্ট তার জবায় রঙ্গিন আর পথ আলপনায়।
দেখেছে তারা বলেছে তারা
এই পথ রাঙ্গাতে আরো জবা চাই।

মায়ের জমানো শেষ ভালোবাসা
কিংবা বোনের উল্লাস যখন চিৎকার করেছে,
দেখেছে তারা বলেছে তারা
বাঙ্গালী আজন্ম বধির।

এইসব দিনমান ক্ষয়ে ক্ষয়ে যখন বহুদিন
কেউ নেই এমন দুটো চোখ তুলে ফুল ছুড়ে দিক
অতঃপর পথিকের আগমন
চোখে তার অসীম নেশা
বাহু তার আকাশ ছোঁয়া।
আবদ্ধ মুষ্টিতে তর্জনী তুলে মেঘগর্জনে যে আহ্বান
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম  স্বাধীনতার সংগ্রাম।
  
তারপর ক্ষুধার্তরা হয়েছে পাপমোচন
পথ ধারন করেছে নির্মল সুন্দর
বাঙ্গালী হয়েছে আজন্ম শ্রুতিধর।