শেষবার যে চায়ের কাপটায় তুমি চুমুক দিয়েছিলে-সেই কাপটা আমি ভেঙে ফেলেছি
বিনিময় আমাকে গুনতে হয়েছে পয়ত্রিশ টাকা।

শেষবার যে সিনেমা দেখে তুমি কেঁদেছিলে- সেই সিনেমার  সকল রাইটস আমি কিনে নিয়েছি।
বিনিময় আমার সকল সেভিংস দিয়েছি।

শেষবার তুমি যখন অসুস্থ হলে-আমাকে বিসর্জন দিতে হলো রাতের ঘুম।
বিনিময় ডাক্তার আমাকে বলেছে আপনার স্মৃতি শক্তি  কমে গেছে।

শেষবার তুমি যখন হাসলে-আমি মহুর্তে নিজেকে হারালাম
আমি নিজেকে আবিষ্কার প্রথমবার-যখন আমাদের প্রথম দেখা।
ঠিক আমার মতই কিংবা একটু বেশিই সুদর্শন এক পুরুষ বাহু তোমার কাধ জুড়ে লেপ্টে আছে।
এই প্রথমবার আমি ডাক্তারকে ভুল প্রমানিত করলাম -আমার মনে পড়ল চায়ের কাপ,মনে পড়ল সিনেমা আর শেষবার দেখা তোমার হাসি।