তিলোত্তমা, তুমি কি উপসংহার!
গল্পের মত!
শেষ হও অথচ শেষ হও না।
কিছুক্ষণ সঙ্গী হও-আবার হও আড়াল।
আমার ভয় হয়
তুমি জানো,আমার ভয় গুলো তোমার কাছে কতটা অসহায়।
এপাশ ওপাশ চোখ হারায়
অভয় খুঁজে বেড়াই নিরন্তর।
খানিকটা দাও-অনেকটা রাখো,পুঁজিবাদী হও।
তিলোত্তমা, তুমি কি উপসংহার!
কবিতার মত!
সব নীল জমা করে প্রচ্ছদ বানাও আমায়
বেঁচে থাকো হৃদয়ে-অদৃশ্য হও কবিতায়।