বহুদিন থেকে নিখোঁজ যে নাবিক-আমি ঐ জন
সমুদ্র-মহাসমুদ্র যার নখ দর্পণে
হাজার বছর ভেসে ভেসে যে রুপ কুড়োয়
বারমুডা ট্রাইএঙ্গেল যার নিখোঁজ হওয়ার কারন নয়।
আমি ঐ নাবিক; বহুদিন থেকে নিখোঁজ
আমার কম্পাস দিক ভুলে গেছে
কিনারাহীন আমি শতাব্দী ধরে ভেসে আছি সমুদ্রে
চোখ দুটো তার কারণ।
নিখোঁজ তবে মন্দ নয়
জলদস্যুর ভয় নেই
ভয় নেই উত্তাল ঢেউয়ের
কি স্নিগ্ধ! কি কোমল!কি অবিরাম বয়ে চলা!
সমুদ্র জুড়ে বসন্ত আসুক
উৎসব হোক নিখোঁজের।