চলে যাও দুরে তবে শুনো
ফিরে তাকাও- হাসিমুখ ঠোঁট চেপে
ঢেকে রাখা ঘাসের'পর শিশির কণা
বিষন্ন দেয়ালে পরে থাকা মোনালিসার মুখ
কিংবা দুর্ভিক্ষে মরে যাওয়া ছেলের
নিঃসঙ্গ মায়ের মাটির হাড়ির শেষ মুঠো ভাতের মত।
অপেক্ষায় রাখো তুমি।
পাথরের বুকের ভিতর থেকে আসা ঝর্ণা ভালোবাসা কুড়োয়
আমি কুড়াই তার নিঃশব্দ জল।
চলে যাও
তুমি চলে যাও
আঁচল ফেলে মাটির হৃদয়ের'পর
হেঁটে যাও তুমি।
মস্তিষ্ক ক্লান্ত হয় পথের রেখা খুজে।
চলে যাও তবে রেখে যাও
এক শিশি মেলাটোনিন তোমার চোখ হতে।