আমাকে স্তব্ধ করেছে অবশ করেছে
ক্ষনিকের ভুমিকম্প আমাকে পঙ্গু করেছে আজন্ম
আমি ফিরে এসেছি বারবার তবু আমাকে টেনেছে
এই প্রকৃতির সবথেকে সুন্দর সবচেয়ে সুখের সৃষ্টি আমাকে ছাড়েনি
এই অসহ্য সুখ আমাকে তাড়া করে, পালিয়ে বেড়াই
যেন এক নীল মানুষ খুনের ফাসির আসামির মত।
শান্তি পাই না কোথাও - ফিরে আসি আবার
সন্ধ্যার বিষন্ন পাখিদের নিয়ে।
ফিরে আসি নির্জন পাহাড়ি ঝর্নার জল হাতে
যে অপেক্ষা করে বাসনা নিয়ে তিলোত্তমার শরীর।
আমি ফিরে আসব মারিয়ানা ট্রেন্স
তোমার চোখ চেয়ে মহাকালের আশ্চর্য হতে।