ঈশ্বর আমাকে কালো বানাল- সাথে দিল জন্মান্তরের ধৈর্য
পৃথিবীর সব অবহেলা গায়ে মেখে আয়নায় দেখি- কালো রঙ ঢেকেছে কি!
ঈশ্বর আমাকে কালো বানাল-সাথে দিল উদার মন
পৃথিবীর সব পুণ্য করে আমি সাদা হতে চাইলাম ঈশ্বর বলল- পুণ্য অহংকার?
ঈশ্বর পাপ দিল- পাপের রঙ কালো।