আমাদের ছুটি হবে
মুহূর্ত ক্ষনে দুরত্বে বেধে যাব
চোখে আকাশ হৃদয়ে মেঘ আর হাতের পিঠে জল।
আমাদের ছুটি হবে।
সব আলো নিভে যাবে
নিভে যাবে ল্যামপোষ্ট
পথিকের পথ মুছে যাবে।
মুছে যাবে আমাদের স্বপ্ন স্নানিত সমুদ্র
দু-দন্ড শান্তির প্রতীক যাকে মেনেছি।
আমাদের ছুটি হবে।
দু-মুঠো ভাতের অভাব থেকে
খরার দরুন অপেক্ষারত বৃষ্টি থেকে।
আমাদের ছুটি হবে।
প্রেমিকার দীর্ঘচুল আর নাভির মরন থেকে
তার চোখের কাজল থেকে।
আমাদের ছুটি হবে।
এইসব সন্ধিক্ষণ আর মেনে নেয়া শান্তি থেকে
পাখিদের কিচিরমিচির আর মধ্যে রাতের বাজ কোকিলের ডাকের থেকে।
আমাদের ছুটি হবে।
একটা ঝরা শিউলী ফুলের মত
একটা শুকনো পাতার মত
এক বর্ষায় কোনায় জ্বলতে থাকা প্রদীপের তেলটুকুর মতই ফুরিয়ে যাব।
একদিন ছুটি হবে
লাঠি সব ছুড়ে ফেলে দিবে অন্ধ
বেঁচে থাকার যা সবটুকু অবলম্বন ছিল
অরণ্য নিধনে সিংহরা চলে যাবে
শেয়ালেরা মাদকাসক্ত যুগতর
শুয়োরের হাতে মসনদ ছাড়খার
জেগে উঠতে শতাব্দী পার।