উজান মাঝি
বিধান

বর্ষাকালে নদী এখন
পানিতে ভরপুর
মাঝি তাহার তরী নিয়ে
যাচ্ছে অনেক দুর্।
নায়ের সাথে খেলা করে
ঝিকিমিকি ঢেউ
আপন মনে চলছে মাঝি
সঙ্গে নাই কেউ।
নদীর কুলে কদিন পরে
ফুটবে যে কাঁশফুল
ভাটিয়ালির সুরে মাঝি
দেহে লাগায় দোল।
সুরের তালে বৈঠা চলে
উরুউরু মন
নদীর তীরে যেদিক চাহে
নাহি কোন জন।
ক্লান্ত দেহে চলছে মাঝি
যাবে তাহার নীড়
উজান দিকে চলছে সে যে
তরী চলছে ধীর।
ঘাটে ভিড়ায় তরী যখন
শুনে বেদের বীন
এমনি করে ফিরলো মাঝি
কাটলো সারা দিন  ।