শরতের রুপ
বিধান চন্দ্র ধর
রোজ সকালে দুর্বাঘাসে
শিশির ঝলমল করে
রাত নিশিতে টিনের চালে
জল টপাটপ্ পড়ে।
কাশ ফুটেছে নদীর তীরে
পড়লো গায়ে সারা,
দলে দলে আসছে মানুষ
ভরে উঠলো পাড়া ।
সাদা সাদা মেঘ ভেসে যায়
নীলাভ গগন বেয়ে ,
মেঘের সাথে চিল যে উড়ে
চি-চি ধ্বনি গেয়ে ।
রোজ ডাকে বিরহী পাখি,
কোয়াক কোয়াক সুরে,
সঙ্গীর ছোঁয়া পেতে যে সে
মরে জ্বলে পুড়ে।
শরৎ কালে এমন দিনে
অর্পুব রুপের ধরা,
বর্ষার ধারা গেলো কেটে
কাটলো গ্রীষ্মের খরা ।